বেঙ্গল ওয়াচ ডেস্ক ::’লিখতে জানি না শুধু সই করতে জানি’, কেষ্টকে বয়ান লেখাতে হিমসিম খেল ইডি।
দিল্লিতে দফায় দফায় জেরা করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেই জেরার বয়ান লেখাতে গিয়ে এক প্রকার হিমসিম খেতে হল দিল্লির ইডির অফিসারদের। বয়ান লিখতে হবে শুনেই বেঁকে বসেন কেষ্ট। তিনি ইডি আধিকারীকদের জানান সই ছাড়া কিছুই তিনি করতে পারেন না। বীরভূমের বাঘ তাই মুখেই সব কাজ তুড়িতে হয়ে যেত। শুধু সই করতে হত কয়েকটা কাগজে। তাই দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখাপড়ার পাট কবে চুকিয়ে দিয়েছেন। এখন আর লিখতে পারবেন না। নিরুপায় ইডি শেষে বাইরে থেকে এক সাক্ষীকে নিয়ে এসে কেষ্টর বয়ান লেখাচ্ছেন। তাতে কেবল সই করে দিচ্ছেন অনুব্রত মণ্ডল।