বেঙ্গল ওয়াচ ডেস্ক ::নিয়োগ দুর্নীতিতে জেরার মুখোমুখি অভিনেতা বনি সেনগুপ্ত।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। আর সেই অ্যাকাউন্ট খতিয়ে দেখার সময় অভিনেতা বনির নাম সামনে চলে আসে।
আর এরপরেই দুর্নীতির তদন্তে প্রাক্তন বিজেপি নেতাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মতো আজ বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন অভিনেতা।
প্রথম পর্যায়ে জেরা পর্ব শেষ হয়ে গিয়েছে। আর এরপরেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানে তিনি স্পষ্ট জানান, আমি ওই ধরণের ছেলে নই। দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই বলেও দাবি অভিনেতার। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বনি জানান, ২০১৭ সাল কুন্তলের সঙ্গে আলাপ। সিনেমা তৈরির অফার নিয়েই বনির কাছে কুন্তল আসে বলে দাবি। একটা নয়, একাধিক সিনেমার অফার নিয়ে তিনি এসেছিলেন। আর সেই সিনেমার পারিশ্রমিক হিসাবেই কুন্তল তাঁর গাড়ির অ্যাডভান্সড মিটিয়ে দিয়েছিল বলে দাবি করেন বনি। সেই সমস্ত সমস্ত নথি ইতিমধ্যে তদন্তকারীদের দিয়েছেন বলে জানা গিয়েছে।
যদিও পরবর্তীকালে সিনেমা হয়নি। কিন্তু কুন্তল তাঁকে দিয়ে একাধিক ইভেন্টের কাজ করিয়ে নিয়েছে বলে এদিন দাবি করেন বনি। তবে সিনেমা নিয়ে কোনও চুক্তি হয়নি। আর তা ব্যাক্তিগত স্বার্থেই সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেতা। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কীভাবে তৈরি হল। প্রশ্নের উত্তরে অভিনেতার দাবি, একটি ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল কুন্তলের। এমনকি পরবর্তীকালে কুন্তলের ফ্ল্যাটেও তিনি গিয়েছিলেন। শুধু তাই নয়, কুন্তলের একাধিক পার্টি, এমনকি সন্তানদের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণে গিয়েছিলেন বলে দাবি বনির।
ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তের লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সব কিছু পরীক্ষা করে দেখতে বনি সেনগুপ্তকে আয় ব্যয়ের নথি নিয়ে ইডির অফিসে দেখা করতে বলা হয়েছে। এর আগে অভিযোগ উঠেছিল নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে টলিউডের কোনও অভিনেতাকে তলব করার ঘটনা এই প্রথম। তবে সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও তলব ইডি করতে পারে বলে জানা গিয়েছে। তবে তাঁরা কারা তা স্পষ্ট নয় বলেই দাবি করা হয়েছে।