বেঙ্গল ওয়াচ ডেস্ক ::বলিউডের ফের দুঃসংবাদ, সকলকে ছেড়ে পরলোকে গমন করলেন অভিনেতা সতীশ কৌশিক।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এই খারাপ খবরটি অভিনেতা অনুপম খের টুইট করে জানিয়েছেন।
অনুপম খের জানান, ‘ আমি জানি মৃত্যু এই জীবনের সব থেকে এক অদ্বিতীয় সত্য, তবে আমি স্বপ্নেও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে এমন কিছু লিখতে হবে। ৪৫ বছরের থেমে গেল বন্ধুত্ব। সতীশ তোমাকে ছাড়া জীবন আর আগের মতো হবে না। ওম শান্তি’।
জানা গিয়েছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশ কৌশিকের। এই খবরটিতে শোকাহত অভিনেতার পরিবার থেকে ভক্তরা। অভিনেতা তাঁর স্ত্রী ও এক কন্যাকে রেখে গেছেন। হোলিতে দারুণ ভাবে মজা করেছিলেন তিনি, জুহুর জানকি কুঠিরে জাভেদ আখতার, আলি ফজল, রিচা চাড্ডা-সহ আরও অনেকের সঙ্গে মজা করেছিলেন তিনি।
অভিনেতার মৃত্যুতে অভিনেত্রী কঙ্কনা রানাউত দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘ঘুম ভাঙল এই দুঃসংবাদ দিয়ে, আপনি আমার সবথেকে বড় চিয়ার লিডার ছিলেন। এমারজেন্সি চলচ্চিত্রটি পরিচালনা আমার মন জয় করেছিল। তিনি অত্যন্ত দয়ালু ও ভালো মনের মানুষ ছিলেন। আমি ওনাকে খুব মিস করব। ওম শান্তি’।
অভিনেতা সতীশ এমারজেন্সি সিনেমায় স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, বিশাক নায়ার, মিলিন্দ সোমেন-সহ অন্যান্যারা। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী কঙ্কনা রানাউত। এই সিনেমায় অভিনেত্রী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।
অভিনেতা সতীশ ১৯৫৬ সালের ১৯ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছিলেন। তিনি ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ছিলেন। অভিনেতা শশী কৌশিককে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন। অভিনেতা দিওয়ানা মাস্তানা, ব্রিক লেন, সিনেমায় কাজের জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন। ১৯৯০ সালে রামলক্ষণ ও ১৯৯৭ সালে সাজন চলে সাসুরাল সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কারে সম্মানিত হয়ে ছিলেন। ‘ছত্রিয়ালি’ সিনেমার জন্য রতন লাম্বার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। তেজস প্রভা বিজয় দেওস্কার সিনেমাটির পরিচালনা করেছিলেন।