বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সাড়ে ছয় কোটির সম্পত্তি ক্রয় আট দিনে! কোথা থেকে এল টাকা, ইডির প্রশ্নে কী উত্তর অনুব্রত মণ্ডলের।
গরুপাচারে হওয়া আয়ের টাকা কোথায় কার কার কাছে গিয়েছে, ইডির প্রশ্নের মুখে অনুব্রত মণ্ডল। নিজের ও পরিবারের নামে সম্পত্তি কেনার প্রমাণ দেখিয়ে টাকার উৎস নিয়েও প্রশ্ন করেছেন ইডির আধিকারিকরা।
দিল্লিতে ইডির কবজায় অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, গরুপাচার করে যে টাকা উঠেছে, সেই টাকা কার কার, কোন কোন প্রভাবশালীর কাছে গিয়েছে সেই প্রশ্নের সামনে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে। এছাড়াও ২০১৪ ও ২০১৬-তে পরিবার ও নিজের সম্পত্তি বৃদ্ধিতে টাকার উৎস নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে।