বেঙ্গল ওয়াচ ডেস্ক ::আমেদাবাদে আজ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট।

 

এদিন মাঠে উপস্থিত রয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁদের সংবর্ধিত করা হয় বিসিসিআইয়ের তরফে। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রোহিত শর্মার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি টেস্ট ক্যাপ দেন স্টিভ ওয়াকে। এরপর তাঁরা হাত ধরাধরি করে ছবিও তোলেন।

সকাল থেকেই আমেদাবাদের সব রাস্তা মিশেছে মোতেরায়। খেলা শুরুর এক ঘণ্টা আগেই ভর্তি হয়ে গিয়েছে স্টেডিয়ামের বেশিরভাগ দর্শকাসন। লক্ষাধিক দর্শক হাজির থাকবেন আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যার ফলে ভেঙে যাচ্ছে মেলবোর্ন টেস্টে প্রথম দিন দর্শকসংখ্যার বিশ্বরেকর্ড। ২০১৩-১৪ মরশুমে এমসিজিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন হাজির ছিলেন ৯১,১১২ জন ক্রিকেটপ্রেমী।

এদিন সকাল সাড়ে ৮টার আগেই স্টেডিয়ামে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, বিসিসিআই সভাপতি রজার বিনি ও বিসিসিআই সচিব জয় শাহ। এরপর নরেন্দ্র মোদী নিজে গিয়ে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি (Anthony Albanese)-কে। দুই প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করতেই মোদী মোদী ধ্বনিতে মুখরিত হয় স্টেডিয়াম। অজি প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন বিসিসিআই সভাপতি রজার বিনি। মোদীকে সংবর্ধিত করেন বোর্ড সচিব জয় শাহ।

দুই অধিনায়কের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার পর ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এদিন ঐতিহ্যশালী সুসজ্জিত গাড়িতে চড়িয়ে মাঠ প্রদক্ষিণ করানো হয়। দুই দেশের তাঁরা দুই দলের ক্রিকেটারদের সঙ্গেও মিলিত হবেন। গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের দ্বিতীয় চলকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল। আজ তিনি ও নরেন্দ্র মোদী ধারাভাষ্যকারদের সঙ্গে বসে কমেন্ট্রি বক্সে থাকবেন কিনা সেটা দেখার।

টসের পর দুই প্রধানমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। একটি প্রদর্শশালাতেও তাঁরা যান। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী, বোর্ড সচিব জয় শাহ প্রমুখ। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছিল নরেন্দ্র মোদী টসের কয়েন তুলবেন তা হয়নি। টস যেভাবে হয় নিয়ম মেনেই সেখানে কয়েন তোলেন রোহিত শর্মা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এরপর দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হন দুই দেশের প্রধানমন্ত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here