বেঙ্গল ওয়াচ ডেস্ক ::অনুব্রতকে ৩ দিনের জন্য হেফাজত পেয়েছে ইডি।

 

এবার ইডির সামনে ‘বীরভূমের বাঘ’ মতান্তরে ‘বাংলার বাঘ’ কীভাবে দাঁড়ান তা দেখার বিষয়। আর এবার তাঁকে জেরার জন্য বিশেষ দল গড়লেন গোয়েন্দারা। ছ’জনকে নিয়ে এই বিশেষ দল তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দলের নেতৃত্বে রয়েছেন দুঁদে আইপিএস, ইডির স্পেশ্যাল ডিরেক্টর সনিয়া নারাং। এই সানিয়া নারাং ইতিমধ্যে অভিযুক্তদের প্রশ্নে জর্জরিত করার ব্যাপারে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। সূত্রের খবর,তাঁর সামনে আচ্ছা আচ্ছা অপরাধীর চোখের জল বেরিয়ে আসে।

সনিয়া নারাং। অত্যন্ত ডাকাবুকো হিসাবে পরিচিত এই আইপিএস। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তিনি। ইতিমধ্যেই চোখা প্রশ্ন সাজিয়েছেন কেষ্ট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য।

ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রর নেতৃত্বে যে চার ডিরেক্টর রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সনিয়া নারাং। অত্যন্ত ডাকাবুকো হিসাবে পরিচিত এই আইপিএস। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তিনি। এর আগে অনুব্রত ঘনিষ্ঠ সুকন্যা মণ্ডল, রাজীব ভট্টাচার্য, মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আইপিএস অফিসার পঙ্কজ সিং। তবে এবার দুঁদে এই আইপিএসই জিজ্ঞাসাবাদ করবেন অনুব্রতকে বলে ইডি সূত্রে খবর। আইপিএস-এর অতীতের অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, অভিযুক্তকে চোখা প্রশ্নবাণ করেন তিনি। প্রশ্নের উত্তরে খুশি না হলে তিনি কঠিন পদক্ষেপ নেন। এখন দেখার তথাকথিত ‘বাঘ’ এবার কোনো রূপে পরিণত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here