বেঙ্গল ওয়াচ ডেস্ক ::হার্দিক পাণ্ডিয়ার সুসময় অব্যাহত।
ভারতের টি ২০ অধিনায়ক হিসেবে একের পর এক সাফল্য। ব্যাটে-বলে ছন্দে রয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মার উত্তরসূরী হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে না থাকলেও ১৭ মার্চ থেকে শুরু হওয়া একদিনের সিরিজ খেলবেন। তারপর আইপিএল। এরই মধ্যে নয়া কীর্তি গড়ে ফেললেন হার্দিক।
নাতাশা স্টানকোভিচের সঙ্গে তাঁর রেজিস্ট্রি বিয়ে হলেও পারিবারিক রীতি-আচার মেনে বিয়ের অনুষ্ঠান হয়নি। সম্প্রতি জয়পুরে গিয়ে খ্রিস্টান ও হিন্দু ধর্মের রীতি মেনেই বিয়ের সেই সামাজিক আনুষ্ঠানিকতা পূর্ণ করেছেন। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আপাতত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। হার্দিক পাণ্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে গড়লেন নয়া নজির। ২৫ মিলিয়ন ফলোয়ার নিশ্চিত করার সৌজন্যে।
হার্দিক পাণ্ডিয়া ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে পিছনে ফেলে দিলেন দুই টেনিস কিংবদন্তী রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে। এমনকী ম্যাক্স ভার্স্টাপেন থেকে শুরু করে আর্লিং হালান্ডের মতো তারকাদেরও পিছনে ফেলে দিলেন হার্দিক। বিরাট কোহলির ইনস্টাগ্রামে রয়েছে ২৩৯ মিলিয়ন ফলোয়ার। হার্দিক রেকর্ড গড়ে নয়া মাইলস্টোন ছুঁয়ে ক্রিকেটার হিসেবে আপাতত রইলেন কিং কোহলির পরেই।
এই খুশির খবর শেয়ার করে ভক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি মনোজ্ঞ ভিডিও। যাতে ইনস্টাগ্রাম সংক্রান্ত ২৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানেও বারেবারেই উঠে এসেছে তাঁর পরিবারের কথা। ইনস্টাগ্রামে প্রথম পোস্ট থেকে আরও অনেক কিছু বিষয়ে সঠিক উত্তর হার্দিক দিয়েছেন তাঁর কুল ইমেজ ধরে রেখেই। তবে স্ত্রী নাতাশার প্রশ্নগুলি যদি একেকটি বল হয়, তবে তাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আত্মবিশ্বাসের সঙ্গে চার-ছক্কা হাঁকিয়েছেন।
হার্দিক সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। মাঠে ও মাঠের বাইরের নানা মুহূর্তের ছবি ও ভিডিও তিনি পোস্ট করেন। এতে প্রিয় তারকা সম্পর্কে লাগাতার আপডেট পেয়ে থাকেন তাঁর ভক্তরা। একইসঙ্গে হার্দিক যেসব বাণিজ্যিক সংস্থার মুখ, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ব্যবহার করে সেই সব প্রচারও সারেন।