বেঙ্গল ওয়াচ ডেস্ক ::এক সময়ের ঘনিষ্ঠ দুই বন্ধুর সম্পর্ক এখন বেশ তলানিতে।

 

একেই বহু চেষ্টা করল প্রসেনজিৎকে রাজনীতিতে আনা যায় নি। অথচ রাজনৈতিক সুযোগ হাতছাড়া করেন নি চিরঞ্জিত। তিনি এখন বারাসাতের বিধায়ক। অথচ টলিউড প্রসেনজিৎকেই ‘ইন্ডাস্ট্রি’ বলে অভিহিত করে। ব্যাস,আগুনে যেন ঘি ঢালা হলো। মুখ খুললেন চিরঞ্জিৎ। একসময়ে ইন্ডাস্ট্রিকে চালিয়েছেন প্রসেনজিৎ ও চিরঞ্জিৎ। একে অপরের সঙ্গে চাপা প্রতিযোগিতা যেমন ছিল, তেমনি একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন তাঁরা। তবে তা অবশ্য বহু আগে। তা এখন ইতিহাস।

বহু বছর হয়ে গিয়েছে একসঙ্গে পর্দায় দেখা যায়নি দুজনকে। উপরন্তু এখন সুযোগ পেলেই প্রসেনজিৎক খোঁচা মারেন চিরঞ্জিত। তাঁর ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে আগেই কটাক্ষ করেছিলেন তিনি। এবার ফের ব্যঙ্গের সুর শোনা গেল চিরঞ্জিতের কণ্ঠে। নাগরিক মহলের একাংশ বলছেন ‘চিরঞ্জিৎ কো এতনা গুস্যা কিউ’!

সম্প্রতি আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্মের তুলনা টেনে তিনি নানা কথা বলেন।
কমার্শিয়াল সেট আপের কোন ছবিটা হিট হবে সেটা তিনি খুব ভাল বোঝেন। কারণ তিনি দর্শকদের মন বোঝেন। এই সাহস থেকেই তিনি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মুখের উপরে বলে দিয়েছিলেন যে, চাইলেই কমার্শিয়াল ছবি বানানো যায় না। মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকরা দারুণ সব ছবি বানিয়েছেন একথা ঠিক। কিন্তু কমার্শিয়াল ছবি বানাতে পারেন নি। কিন্তু আসল কথা তিনি বলেন নি তাহলো ওঁরা কমার্শিয়াল ছবি বানাতে চান নি। কারণ ওনারা প্রকৃত শিল্পের স্রষ্টা।

এর পরেই আরো রাগ প্রকাশ করে তিনি বলেন, তিনি কমার্শিয়াল ছবি ভাল বোঝেন। অথচ কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকরা তাঁদের ছবিতে নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কারণ পরিচালক ফিন্যান্স পাচ্ছেন না। আর প্রসেনজিৎ ফিন্যান্স দিতে পারেন। তাই তাঁকে ছবিতে নেওয়া হচ্ছে। কিন্তু চিরঞ্জিত বলেন, তিনি কাউকে ফিন্যান্স দেন না। তাই তাঁকে সিনেমায় নেওয়ার সুবিধা নেই। প্রসঙ্গত, এর আগে প্রসেনজিতের ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিরঞ্জিত। তিনি প্রশ্ন করেছিলেন, প্রসেনজিৎ যদি একাই ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনে থাকেন, তাহলে তিনি, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পালরা কি পার্শ্ব অভিনেতা ছিলেন? কিন্তু এই সত্য মেনে নিতেই হবে যে প্রসেনজিৎ এখন টলিউডের অভিভাবক। আর চিরঞ্জিৎ সিনেমা ছেড়ে রাজনীতিতে গিয়ে এখন অনেকটা ‘না ঘর কা,না ঘাট কা’ অবস্থার মধ্যে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here