বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন (Jhye Richardson)।

 

 

হ্যামস্ট্রিংয়ের চোট অনিশ্চয়তা তৈরি করল তাঁর আইপিএল খেলা নিয়েও। ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। রিচার্ডসনের পরিবর্ত হিসেবে নাথান এলিসকে দলে নিল অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রিচার্ডসন। প্রথমদিকে তা ছোটখাটো চোট বলেই মনে করা হয়েছিল। ৪ জানুয়ারি চোট লাগার পর থেকে মাস দুয়েক ক্রিকেট মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ার এই পেসার। বিগ ব্যাশ লিগের ফাইনালেও খেলতে পারেননি। মার্শ কাপ, শেফিল্ড শিল্ডেও খেলতে পারেননি ম্যাচ খেলার মতো ফিটনেস সুনিশ্চিত করতে না পারায়। তবু তাঁকে ভারত সফরে একদিনের সিরিজের দলে রাখা হয়।

রিচার্ডসন গত শনিবার পারথের হয়ে ক্লাব স্তরের ম্যাচ খেলতে নেমেছিলেন। ফ্রেম্যান্টলের হয়ে ৫০ ওভারের ম্যাচ ওয়ানারউর বিরুদ্ধে। এই ম্যাচের পর ভারত সফরে রওনা হওয়ার আগে তাঁর মার্শ কাপ ফাইনাল খেলার সম্ভাবনা ছিল। ফ্রেম্যান্টলের হয়ে ৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। কিন্তু চার ওভারের বেশি বল করতে পারেননি। মাঠ ছাড়ার পর স্ক্যান করাতে যান। এরপর ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফদের সঙ্গে দেখা করেন। ২০১৯ সালে কাঁধে চোট পেয়েছিলেন। তারপর গত দুটি মরশুম ধরে তাঁকে ভোগাচ্ছে সফট টিস্যু ইনজুরি। রিচার্ডসন ৩টি টেস্টে ১১টি উইকেট পেয়েছেন। ১৫টি একদিনের আন্তর্জাতিকে ২৭টি ও ১৮টি টি ২০ আন্তর্জাতিকে ১৯টি উইকেট দখল করেছেন।

ডান কাঁধে চোট লাগার পর মাঠে ফিরে ২০২১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন। কিন্তু ওই ম্যাচেই গোড়ালিতে চোট পান, যার জেরে তার পরের টেস্ট খেলতে পারেননি। তারপর থেকে অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্টেও খেলেননি। গত বছর জুনে তিনি শ্রীলঙ্কায় টি ২০ ও একদিনের সিরিজ খেলেন। তারপর থেকে ফের ভোগাতে থাকে সফট টিস্যু ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের যে চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন, সেখানেই ফের চোট লাগায় তাঁর ভারতে আসা হচ্ছে না। মার্চের ১৭ তারিখ থেকে একদিনের সিরিজ শুরু। রিচার্ডসনের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন নাথান এলিস। কিন্তু রিচার্ডসনকে নিয়ে চিন্তায় পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট অনিশ্চয়তা তৈরি করল রিচার্ডসনের আইপিএল খেলা নিয়েও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here