বেঙ্গল ওয়াচ ডেস্ক ::তুরস্ক এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও টাটকা।
দুই দেশে এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের কম্পন অনুভূত। এবার নিউজিল্যান্ডের কার্মাডাক আইল্যান্ড অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কও তৈরি হয়ে যায় সেখানকার মানুষের মধ্যে।
United States Geological Survey (USGS)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.9 ছিল বলে জানা গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী হয় বলেও জানিয়েছেন ভু বিজ্ঞানীরা। আর তাতেই সেখানে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। USGS-এর থেকে পাওয়া আরও তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে ১৫২ কিলোমিটার ( ৯৪ মাইল) গভীরতায়।
যদিও এই কম্পনের জেরে সুনামির আতঙ্ক তৈরি হয়। যদিও এই বিষয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি বলেই জানিয়েছে মার্কিন Tsunami Warning System। তবে এই ঘটনায় স্থানীয় মানুষজন রাস্তায় নেমে আসে বলে একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে। এমনকি আতঙ্কিত মানুষজনকে নিরাপদের জন্যে ছোটাছুটি করতেও দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত তীব্র কম্পনে কোনও হতাহতের খবর সামনে আসেনি। এমনকি ক্ষয়ক্ষতির খবরও নেই বলে জানা গিয়েছে। যদিও ঘটনার পরেই স্থানীয় প্রশাসনের তরফে বিভিন্ন এলাকা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। যার প্রভাব পড়ে সিরিয়াতে। কম্পনের মাত্রা ছিল সাতেরও বেশি। ভয়াবহ এই কম্পনে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা একটা দেশ। চারপাশে তাকালে শুধু দেখা যাবে ধ্বংসের ছবি। ঘটনার প্রায় একমাস কেটে গেলেও তা সরানো যায়নি। আর এর মধ্যেই যদিও সে দেশে স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করছে। যদিও দফায় দফায় কেঁপে উঠছে সে দেশ। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েকদিনের মধ্যে একাধিক আফটার শক অনুভূত হয়েছে তুরস্কজুড়ে। যার মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা ৬ এরও বেশি বলে খবর। যা নিয়ে প্রতি মুহূর্তে একটা আশঙ্কার মধ্যে দিন কাটছে মানুষের। আর এর মধ্যেই ফের একবার ভয়াবহ কম্পন। তবে দেশ এবং জায়গা বদল হলেও আতঙ্কে থেকেই যাচ্ছে।