বেঙ্গল ওয়াচ ডেস্ক ::প্রখ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী বেশি রাতে হেনস্থার স্বীকার হলেন খোদ কোলকাতায়।
শরীর চর্চার জন্য রোজ ইমন স্বামী ও বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবার রাতে খেলে ফেরার পথে একটি ফলের দোকানে গেলে ইমনকে দেখে একজন নানা কটূক্তি করে। ইমনকে দেখে অশালীন অঙ্গভঙ্গি করে। এ কথা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন গায়িকা। শুধু তা-ই নয়, তাঁর অভিযোগ, কুরুচিকর দৃষ্টি দিয়ে শারীরিক হেনস্থা শুরু করেন সেই ব্যক্তি। তার পর আর থাকতে না পেরে রিজেন্ট থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান গায়িকা ইমন। পুলিশ এসে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতারও করেছে। খোদ কলকাতা শহরে এই ঘটনায় বিস্মিত নাগরিক মহল।
ইমন ফেসবুকে লেখেন,”আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম।” এই ঘটনার পর সকলের কাছে তাঁর একটাই অনুরোধ, “এমন দেখলে প্রতিবাদ করুন। প্রশাসনকে জানান। পুলিশ ব্যবস্থা নেয়। সাহস করে বেরিয়ে আসুন শুধু।” এভাবেই সকলের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেয় ইমন চক্রবর্তী। সকলেই ইমনের এই কাজকে সমর্থন করেছেন।