বেঙ্গল ওয়াচ ডেস্ক ::তোলামূল সরকারের পার্টি অফিসে পরিণত হয়েছে থানাগুলি।
রাজ্য পুলিশকে সরাসরি নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন থানাগুলি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসেরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আবার শুভেন্দুর সভার পরেই পুলিশকে উদ্দেশ্য করে কটূক্তি করায় গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে।
পুলিশকে নিশানা শুভেন্দুর
নন্দীগ্রামে ভূপতি নগরে সভা করতে গিয়ে সরাসরি পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তোলামূল সরকারের পার্টি অফিসে পরিণত হয়েছে রাজ্যের সব থানাগুলি। শাসক দলের ক্যাডারের মত কাজ করছে পুলিশ। বিজেিপ নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি আন্দোলনে পুলিশের কামড় ঘটনা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী।