বেঙ্গল ওয়াচ ডেস্ক ::চৌঠা ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুলেমোর মোড়ে বিস্ফোরণে মৃত্যু হলো এক তৃনমূলকর্মীর ।
মৃতের নাম নিউটন শেখ । আশঙ্কাজনক অবস্থায় লাল্টু শেখকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয় । লাল্টুর দাদা ভুটু শেখ মাড়গ্রাম একনং গ্রামপঞ্চায়েত প্রধান । মূল অভিযুক্ত সুজাউদ্দিন সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযুক্তদের বাড়ী ভাঙচুর করে উত্তেজিত জনতা । পাঁচই ফেব্রুয়ারি সকালে লাল্টুকে দেখতে কলকাতা এসএসকেএম হাসপাতালে যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । দুপুরে মৃত্যু হয় লাল্টুর । কংগ্রেস নেতা জাকিরের বাড়ী ভাঙচুর করা হয় । এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী । এই ঘটনার জন্য বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে অপসারিত করা হয়েছে । নতুন পুলিশ সুপার হচ্ছেন ভাস্কর মুখার্জি ।