বেঙ্গল ওয়াচ ডেস্ক ::আইপিএলে এবার ঋষভ পন্থকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আপাতত তিনি মাঠের বাইরে। আইপিএল শুরু হতে মাস দুয়েকও বাকি নেই। এই পরিস্থিতিতে বেছে নিতে হবে নতুন অধিনায়ক। এমনকী পন্থের পরিবর্ত হিসেবে উইকেটকিপারেরও সন্ধান চালাচ্ছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি।
কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। দলের যে ক্রিকেটাররা রঞ্জি ট্রফিতে খেলছেন না, তাঁরা যোগ দিয়েছেন এই শিবিরে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই চলছে অনুশীলন। দিল্লি ক্যাপিটালসে এর আগে আইপিএলে মেন্টরের ভূমিকায় পালন করেছেন মহারাজ। বিসিসিআই সভাপতি হিসেবে ইনিংস শেষের পর ফের তাঁকে ক্যাপিটালস জার্সিতে দেখে ক্রিকেটপ্রেমীরাও আপ্লুত।
সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করা দিলেন, দিল্লি ক্যাপিটালসকে এবারের আইপিএলে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শ-র নাম ভাসলেও আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকা অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারকেই অধিনায়ক হিসেবে বেছে নিল ক্যাপিটালস। ২০০৯ সালে প্রথম আইপিএল খেলেন ওয়ার্নার। তাঁর নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ খেতাবও জিতেছিল। ১৬২টি আইপিএল ম্যাচে তিনি ৫৮৮১ রান করেছেন। সর্বাধিক স্কোর ১২৬। ৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরান করেছেন আইপিএলে। গত আইপিএলে ১২ ম্যাচে ওয়ার্নার ৪৩২ রান করেন, সর্বাধিক অপরাজিত ৯২। ৫টি অর্ধশতরান করেন। অস্ট্রেলিয়া টেস্ট দলের সঙ্গে এই মুহূর্তে ভারতে রয়েছেন ওয়ার্নার।
দিল্লি ক্যাপিটালস দলে থাকা ফিল সল্ট বিশেষজ্ঞ উইকেটকিপার। পার্ট-টাইম কিপিং করেন সরফরাজ খান। বিদেশি কিপার রাখলে দলে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। ফলে দিল্লি ক্যাপিটালস খুঁজছে ভারতীয় কিপার। সরফরাজ এই মুহূর্তে কলকাতার শিবিরে রয়েছেন। বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ইন্দোর রওনা হওয়ার আগে সৌরভের সামনে অনুশীলন করতে দেখা গিয়েছে অভিষেক পোড়েলকে। তিনি কথাও বলেন সৌরভের সঙ্গে। দিল্লি ক্যাপিটালসে এবার খেলবেন মুকেশ কুমার। তিনিও গতকাল ক্যাপিটালসের শিবিরে ছিলেন। সূত্রের খবর, ঋষভ পন্থের পরিবর্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে অভিষেক পোড়েল। তিনি তিনটি টি ২০ ম্যাচ খেলেছেন বাংলার হয়ে। গত অক্টোবরে টি ২০ অভিষেক হয়। ২২ রান করেছেন। উইকেটের পিছনে কোনও শিকার নেই। তবে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৪টি অর্ধশতরান-সহ ৫৯০ রান করেছেন। ৪৯টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ৮টি। লিস্ট এ ম্যাচ খেলেছেন ৩টি, ৫৪ রান করেছেন, ২টি করে ক্যাচ ধরেছেন ও স্টাম্পিং রয়েছে।