বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সপ্তাহের প্রথম কাজের দিন সকালেই এক্সইড মোড়ে হঠাৎ অগ্নিসংযোগ ঘটে।
রবীন্দ্র সদনের কাছে একটি টায়ারের কারখানায় ভয়াবহ আগুন লাগে। আমাদের প্রতিনিধি জানান, 59/D চৌরঙ্গীরোডে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ‘ইউনাইটেড টায়ার’ দোকানে আগুন লাগে। সেখানে দ্রুত দমকলের একাধিক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।