বেঙ্গল ওয়াচ ডেস্ক ::বাংলা জুড়ে আপাতত আবহাওয়া পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে আগামী ৪৮ ঘন্টায় কোনও কোনও জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা। তাপমাত্রা খানিকটা বৃদ্ধিরও পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে গিয়ে ফের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরের দিন দুয়েকেও এই আবহাওয়া থাকতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম বাড়বে। তবে তার পরের দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতাতেো আগামী দিন দুয়েকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে।