বেঙ্গল ওয়াচ ডেস্ক ::গত দু মাস আগেই প্রয়াত হয়েছেন বীরভূমের বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের সন্ন্যাসী দুর্গেশ গিরি।

 

বক্রেশ্বরের এই আশ্রমের গোটা রাজ্য জুড়ে খ্যাতি রয়েছে। তিনি নিজের গোটা জীবন মানব সেবার কাজে নিযুক্ত করেছিলেন। গত এক দশক ধরে সেখানে তিনি দুঃস্থ মানুষের সেবা করা, বিনামূল্যে গ্রামের শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ, নাচ, গান, ও সাহিত্য চর্চার একাধিক সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োগ করেছিলেন। তার কর্মকান্ডের মধ্যে অন্যতম হল Fun.com। তিনি আজ থেকে এক বছর আগে Fun.com এর শুভ সূচনা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পরা ছেলেমেয়েদের এগিয়ে নিয়ে যেতে। তারা যেনো শহরাঞ্চলের ছেলেমেয়েদেরকে টেক্কা দিতে পারে। এই fun. com এর কাজ হল প্রত্যন্ত গ্রামের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণির বাচ্চাদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, spoken English শেখানো। এবার fun.com এর মোট শিক্ষার্থীদের সংখ্যা ৮০ জন। সপ্তাহে দুদিন করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আর আজ তাঁর কথা মাথায় রেখেই বীরভূমের বক্রেশ্বরের বানপ্রস্থ আশ্রমে উত্তম গিরি ফাউন্ডেশন এর পক্ষ থেকে Fun.com উদ্বোধন এর দিনে ৮০ জন বাচ্চাদের হাতে খাতা, পেন, চকোলেট তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here