বেঙ্গল ওয়াচ ডেস্ক ::রবিবার দুপুরে একাধিক বিষয় নিয়ে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

 

 

সাম্প্রতিক ঘটে যাওয়া নারী নির্যাতন, বিশেষ করে এক মহিলাকে বিবস্ত্র করে নির্যাতন করা প্রসঙ্গে বলেন, অবশ্যই ওই ঘটনার তীব্র নিন্দা করছি। ওইরকম ঘটনা উত্তর প্রদেশ বা অন্যান্য অনেক রাজ্যে হয় কিন্তু বাংলায় হয় না। পুলিশ যথার্থ ব্যবস্থা নেবে। শনিবার বাসন্তিতে বোমা বিস্ফোরণ নিয়ে পুলিশ ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে।সেই প্রসঙ্গে কোলকাতার মেয়র বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। এ ক্ষেত্রে কে তৃণমূল আর কে আইএসএফ তা দেখার দরকার নেই। পুলিশ এবার আইন অনুযায়ী কাজ করবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের উত্তরে তিনি বলেন,আসলে বিজেপির বুথস্তরে কোনো সংগঠন নেই। তাই তারা ক্যান্ডিডেট দিতে পারে না। এখানে ভয় দেখানো ইত্যাদি হয় না। হয়তো টাকা দিয়ে জমায়েতে লোক বাড়ানো যায়, কিন্তু বুথস্তরে কোনো সংগঠন ওরা করতে পারে নি। তাই দিলীপ দার কথার কোনো মানে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here