বেঙ্গল ওয়াচ ডেস্ক ::নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিই সার, এখনও সিএএ কার্যকর করার কোনও সম্ভাবনাই নেই।
তাই মতুয়া ভোট নিয়েও বিজেপির মনে তৈরি হয়েছে ধন্দ। শুধু মতুয়া আবেগকে কাজে লাগিয়ে মতুয়া ভোট কতটা ধরে রাখা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।
নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় এখন মতুয়া আবেগকে কাজে লাগাতে বদ্ধপরিকর হয়ে উঠেছেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বলতে গিয়ে বিকৃত উচ্চারণ করেন। সেটাকেই ইস্যু করতে চাইছে বিজেপি।
হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতিতে মতুয়া আবেগ উসকে দিতে চাইছেন শান্তনু ঠাকুর। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান, ততক্ষণ এই মতুয়াদের নিয়ে বিক্ষোভ-আন্দোলন করার হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শান্তনু। তার রেশ দেখা গেল নবদ্বীপে মতুয়া মেলায়।
শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর মতুয়া মেলার উপস্থিত হয়েছিলেন শনিবার। তখন মতুয়াদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নবদ্বীপে একটি ধিক্কার সভাও করে। শান্তনু ঠাকুর চাইছেন এই আন্দোলনকে রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে। সিএএ প্রয়োগ হওয়া এখন দূরুহ, তাই এই আবেগকেই সম্বল করতে তিনি মরিয়া।
২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মতুয়ারা বিজেপির দিকে ঘুরে গিয়েছেন। ২০২১-এও মতুয়াদের একটা বড় অংশ ছিলেন বিজেপির দিকে। তার প্রভাবেই মতুয়া মহলে বিজেপি আসন ধরে রাখতে সম্ভবপর হয়েছিল। ২০১৯ সালে যেমন বনগাঁ ও রানাঘাটের মতো মতুয়া ভোট অধ্যুষিত লোকসভা বিজেপির দখলে ছিল।
তেমনই ২০২১-এও মতুয়া মহলের বিধানসভা কেন্দ্রে বিজেপি সাফল্য পায়। ২১টি মতুয়া অধ্যুষিত কেন্দ্রের মধ্যে বিজেপি ৯টি আসনে জয়ী হয়। তৃণমূল জয়ী হয় ১২টি আসনে। তবে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় মতুয়ামহলে বিজেপিরই প্রভাব ছিল বেশি। বিজেপি নাগরিকত্ব দেওয়ার প্রতশ্রুতি দিয়েই গড় রক্ষা করেছিল।
কিন্তু বর্তমানে বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় ক্ষুণ্ণ মতুয়ারা। এই অবস্থায় মতুয়া ভোট হারানোর আশঙ্কা করছে বিজেপি। মতুয়ারা আবার তৃণমূলের দিকে ঘুরে যেতে পারে, এই আশঙ্কা থেকে বিজেপি এখন আঁকড়ে ধরতে চাইছে মতুয়া আবেগকে। এই আবেগ কাজে লাগাতে মুখ্যমন্ত্রীর উচ্চারণ বিকৃতিতে কাজে লাগাতে বদ্ধপরিকর তারা।
মতুয়া মহলের একংশ বিজেপির প্রতিনিধিরা সম্প্রতি বেঁকে বসেছে যে, সিএএ লাগু না হলে আগামী দিনে তারা মতুয়াদের কাছে ভোট চাইতে যাবেন না তাঁরা। কোন মুখ তাঁরা মতুয়াদের সামনে দাঁড়াবেন। ২০১৯ থেকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছে বিজেপি, কিন্তু মতুয়ারা আর কতদিন অপেক্ষা করবে? প্রশ্ন তুলছে বিজেপিরই একাংশ।