বেঙ্গল ওয়াচ ডেস্ক ::হিন্দি ধারাবাহিকের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন হেলি শাহ, তিনি তাঁর সৌন্দর্যের কারণে মাঝে মধ্যেই অনুগামীদের আলোচনায় থাকেন।
অভিনেত্রী ছাড়াও তিনি একজন মডেল। তাঁর এই সাহসী ছবি দেখে প্রশংসা করছেন অনুগামীরা। তাঁর এই ছবি দেখে মনে হচ্ছে, শরীর দিয়ে শুধু যেন গ্ল্যামার ঝরছে জিনালের, যা দেখে অবাক সকলেই। অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনেক মানুষ অনুসরণ করে থাকেন। তাকে অনুসরণকারীর সংখ্যা ১.১ মিলিয়ন। এই সাহসী পোশাকে জিনালের নাভি স্পষ্ট বোঝা যাচ্ছে, যা দেখে শীতেও ঝাম ঝরছে পুরুষদের।
এবার নিজের ইনস্টাগ্রামে কালো রঙের শর্ট পোশাক পরা ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সূর্যের আলো প্রায় অভিনেত্রীর গ্ল্যামার যেন আর বেড়েছে, তাঁর রূপের জাদুতে মাত হচ্ছেন অনুগামীরা। হেলির মিষ্টি হাসিতে কাত হচ্ছেন আট থেকে আশির ভক্তরা, সত্যি বলতে তাঁর রূপের যতই প্রশংসা করা হোক না কেন, তাঁর জন্য কিন্তু তা অনেক কম। খোলা চুলে বরাবরই সুন্দর লাগে হেলিকে, তাঁর গ্ল্যামার দেখে অবাক হয়ে যান অনেকেই।