বেঙ্গল ওয়াচ ডেস্ক ::কেন্দ্রীয় মন্ত্রীসভার কেবিনেট মন্ত্রী, ভারতীয় রাজনীতির প্রধান মহিলা স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় বাজেটে যা পাওয়া গেছে তা সত্যিই সৌভাগ্যের ব্যপার। এত ফেভারেবেল রেসপন্স খুব কম বাজেটে পাওয়া যায়। — স্মৃতি ইরানি।
শনিবার সকালে নিউটাউন পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন,
প্রধানমন্ত্রী মোদীজির সংকল্প। আপনারা সবাই জানেন গত দু বছর ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে। self help group register ৯ crore মহিলা self help group দেশকে দিয়েছে। মোদী সরকার দেশকে 4 lakhs 93 crore. ইউনিয়ন বাজেটে বিলিডং of capital অ্যাসেট। 6 thousands crore rupes মন্ত্রীসভার। আবাসন যোজনার বাজেট 6.6 শতাংশ বাজেট বাড়িয়ে সাধারণ মানুষের সুবিধা দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সেভিংস ম্যাক্সিমাম ডিপোজিট ১৫ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ করা হয়েছে।
স্মৃতি ইরানি আরো জানান,
#নব ভারতের নির্মান এগিয়ে চলছে মোদী সরকার, সেটাই আবার প্রতিফলিত হল এই বাজেটে ।
#ফ্রী রেশনে 2 লক্ষ কোটি টাকা খরচ করবে। মহিলাদের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে।
#Self help গ্রুপ আরো বেশি করে তৈরী হবে।
14-22 সাল পর্যন্ত 81 হাজার গ্রুপ তৈরি করা হয়েছে।
#9 কোটি মহিলা দের যুক্ত করা হয়েছে।
#মৎস্যজীবীদের জন্য উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এই রাজ্যের মৎস্যজীবীরা উপকৃত হবে।
#এই বাজেট ভবিষ্যৎ নির্মাণ করবে
#আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার উপরে জোর দিয়েছে
# আবাস যোজনা বাড়িয়ে 66 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বার্তা রাজ্য সরকারের কাছে স্পষ্ট হয়ে যাবে, যে এটা সাধারণ মানুষের সুবিধার্থে। নিজেদের দলের স্বার্থে নয়।
# ২৬ লাখ টাকা নারী শিশু কল্যাণে পাঠানো হচ্ছে। সেটা রাজ্য সরকার কেন খরচা করছে না সে হিসাব রাজ্যকে দিতে হবে।
# রাজ্য লিখিত দিয়েছে তারা প্রকল্পের টাকা প্রকল্পের খাত থেকে খরচ করবে।
# মাতৃ বন্দনা যোজনা নিয়ে কেন এত দুর্নীতি তার উত্তর দেবে তৃনমূল। এই দুর্নীতির দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারে।
# পশ্চিমবঙ্গ সরকার বাংলায় লিখে দিক প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা টাকা, আইডিএস ভারত সরকার দিচ্ছে।মোদী সরকার যে টাকা পাঠাচ্ছে সেটা বাংলার সরকার কেন খরচ করছে না সেটা জানতে চাইছি। ১১ হাজার নশো কোটি টাকা অঙ্গওয়ারি খাতে দিচ্ছে। এর অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ কার হাতে? মোদী সরকার বাংলার জন্য ৪ হাজার নশো কোটি টাকা পাঠাচ্ছে। এটা মানা করতে পারবে? কংগ্ৰেস আমলে বাংলাকে ৪ হাজার কোটি টাকা পাঠাতো?