বেঙ্গল ওয়াচ ডেস্ক ::রামপুরহাট দুইনং ব্লকের অন্তর্গত বুদ্ধিগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃনমূল প্রধান চাঁদ সুলতানার নেতৃত্বে চার পাঁচটি গ্রাম থেকে প্রায় তিনশো পরিবার তৃণমূল,সিপিএম, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো শুক্রবার তেসরা ফেব্রুয়ারি বিকালে ।
নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি ধ্রুব সাহা । বিজেপিতে যোগদান করে চাঁদ সুলতানা বলেন, “স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতি পরিবেশ দূষণ,তৃণমূল নেতার ড্রাগস মদের কারবার প্রতিরোধ করার জন্য বিজেপিতে যোগ দিলাম ।” জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃনমূলের শোষন অত্যাচারের বিরুদ্ধে মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আওয়াজে সামিল হয়ে তিনশো পরিবার বিজেপিতে যোগদান করলো ।”