বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ফের বিতর্কে আর জি কর হাসপাতাল (Kolkata Hospital)।

 

 

চার চিকিৎসকের বদলি ঘিরে বিতর্ক সরকারি (RG Kar Hospital) এই হাসপাতালে। বিশেষ করে ওই চার চিকিৎসককে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে বদলি করা হয়েছে। আর তা ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও সামনে আসছে।

যদিও এই বিষয়ে তিনি কোনও অন্যায় করেননি বলেই জানিয়েছেন। যদিও স্বাস্থ্য ভবনের তরফেও বিষয়টি নিয়ে স্পিকটি নট।

প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি আরজিকর হাসপাতাল থেকে চারজন চিকিৎসককে বদলি করা হয়েছে। কিন্তু তাঁদের বদলির বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে কোনও নির্দেশ আসেনি। এমনকি অন্য কোথাও ওই চিকিৎসকদের পাঠাতে হবে এমন বার্তাও স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ।

তাহলে কীভাবে ওই চারজন চিকিৎসককে বদলি করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আরজিকর হাসপাতালের তরফে একটি রিলিজ অর্ডার জারি করা হয়েছে। যেখানে দেখা হাচ্ছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের লোক চেয়েছিলেন। আর সেই কারণেই বদলি। শুধু তাই নয়, ওই চারজন ডাক্তারকে রিক্রুটমেন্ট বোর্ডে রিপোর্ট করতে বলা হয়েছে বলেও ওই রিলিজ অর্ডারে বলা হয়েছে।
বলে রাখা ভালো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসাবে রয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এমনকি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও রয়েছেন তিনি। ফলে তাঁর বিরুদ্ধেই প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। নিজের প্রয়োজনে স্বাস্থ্য ভবনকে না জানিয়েও চিকিৎসক বদলি করা হচ্ছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

এক সর্বভারতীয় বাংলা সংবাদমাধ্যমকে সুদীপ্তবাবু জানিয়েছেন, এই বিষয়ে স্বাস্থ্য ভবনকেই প্রথম জানানো হয়। কিন্তু লোক দিতে দেরি করে তাঁরা। এমনটাই দাবি তাঁর। আর সেই কারণে আরজিকর থেকে লোক নিয়ে আসা হয়েছে কাজের প্রয়োজনে। এমনটাই জানিয়েছেন ওই বিধায়ক।
যদিও চিকিৎসক সংগঠনগুলি এই ধরণের বদলিকে মোটেই ভালো চোখে দেখছে না। এমনকি এমন বদলি বেআইনি বলেও দাবি সংগঠনের। ইতিমধ্যে এই বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠিও দেওয়া হয়েছে একাধিক চিকিৎসক সংগঠনের তরফে। কীভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চিকিৎসকদের বদলি করা হল তা নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে।

তবে এই বিষয়ে আরজিকর হাসপাতালের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছে সরকারি এই হাসপাতালটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here