বেঙ্গল ওয়াচ ডেস্ক ::শুক্রবার রিলিজ হচ্ছে অঞ্জন দত্তের ‘রিভলবার রহস্য’।

 

সবাই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। অঞ্জন বলছেন, ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্পের ভক্ত। তাঁর কথায়, ‘‘গোয়েন্দা গল্প তো আসলে অ্যাডাল্ট ব্যাপার। খুন, মারামারি, সম্পর্ক, যৌনতা, নোংরামি, দুর্নীতি, এই সব নিয়েই তো গোয়েন্দা সাহিত্য। কিন্তু সেটা ধীরে ধীরে দেখা গিয়েছে, ছোটদের সাহিত্য হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। সমরেশ বসু, সমরেশ মজুমদার, নিহাররঞ্জন গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, এঁদের গোয়েন্দারা প্রাপ্ত বয়স্ক নয়। সেখানে একমাত্র শরদিন্দু বাবুর গোয়েন্দাকেই আমার অন্যরকম মনে হয়েছে। সেই কারণেই ব্যোমকেশের কিছু স্বত্ব নিয়ে ছবি করতে এসেছিলাম।’’

সকলের ভালো লাগত এই সিরিজ। অঞ্জন বলেন,”যখন দেখলাম যে সবাই মিলে ব্যোমকেশ করছে। আমার ব্যোমকেশই চলে গেল সেখানে করতে। তখনই ঠিক করলাম আর করব না। ওই ধারাবাহিক ছবিগুলো যেন আমার আর নিজস্ব রইল না।’’ আর তাই নতুন ফ্র্যাঞ্চাইজ তৈরির সিদ্ধান্ত অঞ্জনের। সিনেমা বানিয়ে নয়। গল্প লিখে তিনি সেই সবের উত্তর দেবেন। যে প্রশ্নগুলো তাঁর নিজের কাছে ছিল। ঠিক যেরকম গোয়েন্দা তিনি চেয়েছিলেন, সেই গোয়েন্দাকে তিনি তৈরি করবেন। তিনি লিখেও ফেললেন একাধিক গোয়েন্দা গল্প। শুক্রবার থেকে শুরু হলো অঞ্জনের নতুন যাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here