বেঙ্গল ওয়াচ ডেস্ক ::প্রখ্যাত অর্থনীতিবিদ অমিতাভ রায়চৌধুরী কেন্দ্রীয় বাজেট ২০২৩-‘২৪ এর উপর তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে এই বাজেট মধ্যবিত্তের দিকে কিছুটা লক্ষ করেই করা।

 

 

তবে যেভাবে বলা হচ্ছে ঠিক তা নয়। আয়করের ছাড় খুব উল্লেখযোগ্য। আয়কর ছাড় বছরে ৫ লক্ষ থেকে ৭ লক্ষ করা হয়েছে। কিন্তু নতুন আয়কর সিস্টেমে যারা থাকবেন।অর্থাৎ যারা মেডিক্লেম,LIC, PPF দেখাবেন না তারা এই সুবিধা পাবেন। কিন্তু যাদের এইগুলো আছে তাদের আয়করের ছাড় পাবেন না। সরকার পরিষ্কার করে বোঝাচ্ছেন যে সকলেই এই নতুন সিস্টেমের মধ্যে চলে আসুক। তবে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা নিয়েছেন। তারা ২ লক্ষ টাকা জামাতে পারবেন। সুদের হার কিছুটা বেড়েছে। আর স্বনির্ভর মহিলাদের জন্য নেওয়া উদ্যোগ খুবই ভালো হয়েছে। এছাড়া বাকিটা আগের পুনরাবৃত্তি। কিন্তু ডিজিটাল পার্টটা খুব গুরুত্ব দিয়েছে সরকার। শিল্প,কৃষি,শিক্ষা প্রায় সব ক্ষেত্রেকেই ডিজিটাল সিস্টেমের মধ্যে আনার উদ্যোগটা খুবই উপযোগী। এখানেই আছে আধুনিকতার ছোঁয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here