বেঙ্গল ওয়াচ ডেস্ক ::এবার নিয়োগ দুর্নীতি আরো ব্যাপক আকার নিচ্ছে।

 

কুন্তলকে হেফাজতে নেওয়ার পরেই একের পর এক নাম উঠে আসছে। সোমবার সেই কেসের শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ বলেন, “নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমি শুনেছি, তিনি না কি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই, কে তিনি?’’ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ এক অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সোমবার ভরা আদালতে তিনি বললেন, এই অভিনেত্রীকে তিনি দেখতে চান। তাঁর অভিনীত সিনেমাও দেখতে চান। তবে সবার আগে সেই অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর,দক্ষিণ কলকাতার একটি আবাসনে এক যুব নেত্রীর জন্য তিনটি ফ্ল্যাট একসঙ্গে কিনে সেটিকে একটি বৃহৎ ফ্ল্যাটে পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা এমনও বলেন যে, ওই ফ্ল্যাট কিনতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। ফ্ল্যাটের আসবাবপত্র কিনতেও খরচ হয়েছে বেশ কয়েক কোটি টাকা। ইডির দাবি ছিল, এই পুরো টাকাটাই জুগিয়েছিলেন কুন্তল। এছাড়াও কুন্তল তৃণমূলের বেশ কিছু যুব নেতা-নেত্রীর নামও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। অনেকের সঙ্গে কুন্তলের ছবি ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। এঁদের মধ্যে এক অভিনেত্রীও রয়েছেন। তবে সোমবার আদালতে বিচারপতি কোনও নাম উল্লেখ করেননি। নাগরিক মহল এই নিয়ে সন্দিগ্ধ। তবে মনে করা হচ্ছে,তিনি দলে বেশ প্রভাবশালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here