বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সরকারী বাস উল্টে ২ জনের মৃত্যু,৩৯ জন আহত।
আজ রাত 3টে নাগাদ মালদহ জেলার গাজোল থানার পান্ডুয়াতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। আগামীকাল মুখ্যমন্ত্রী গাজোলে প্রশাসনিক সভা করতে আসছেন। সেই সভাতে এই সকল যাত্রীদের উপস্থিত থাকার কথা। আজকে সকলকে নিয়ে যাওয়া হচ্ছিল সভা মঞ্চে প্রশিক্ষণ দেওয়ার জন্যে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে সকলের বাড়ি। মন্ত্রী ফিরাহাদ হাকিম রাতেই আহতদের দেখতে মালদহ মেডিকেল কলেজে দেখতে আসেন। দুর্ঘটনার পর পরে মেডিকেল কলেজে চলে আসেন জেলা শাসক পুলিশ সুপার,আইজি,ডিইজি সহ পদস্থ আধিকারিক। আজ মুখ্যমন্ত্রী মালদহ মেডিকেল আসবেন আহতদের দেখতে।