বেঙ্গল ওয়াচ ডেস্ক ::বিশেষ সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের কান্দি মহকুমার সালার থানার পুলিশ।
সোমবার রাতে কান্দি শালার রাজ্য সড়কের পাশে খাড়েরা বাস স্টপ এলাকা থেকে দুটি কন্টেইনারে ভরা বোমা পুলিশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত 13 টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সবগুলি রাস্তার পাশে একটি খালে মজুদ করে রাখা ছিল প্লাস্টিকের কন্টেনারে ভরে। আমরা বিশেষ সূত্রে খবর পাই এবং ঘটনাস্থলে গিয়ে বোম ডিটেক্টর দিয়ে তল্লাশি শুরু করলে বোমা উদ্ধার হয়। আমাদের ধারণা ওই এলাকায় আরো বোমা রয়েছে। খোঁজ খবর শুরু করা হয়েছে।তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার নেই। কিভাবে এই বোমা গুলি রাস্তার পাশে বাসস্টপের কাছে এলো, কারা বোমা গুলি মজুদ করে রেখেছিল, খোঁজ খবর শুরু করা হয়েছে। অপরদিকে এই ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়ায়।