বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সোমবার আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে পুজো দিয়ে গাড়ি করে আগরতলা শহরের রাজপথে মনোনয়নপত্র দাখিল করার জন্য যাত্রা শুরু করলেন।

 

উনার সাথে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ড: হেমন্ত বিশ্বশর্মা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন.বিরেন.সিং সহ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীরা।এদিন আগরতলা দুর্গাবাড়ির সামনে থেকে যাত্রা শুরু করেন আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোটা আগরতলা শহর পরিক্রমণ করে মনোনয়নপত্র দাখিল করার জন্য আগরতলার সদর মহকুমা শাসক অফিসে রিটার্নিং অফিসারের নিকট যান। এদিন আসামের মুখ্যমন্ত্রী ড: হেমন্ত বিশ্বশর্মা বলেন, আগে আগরতলায় আসলে সব জায়গাতে লাল অফিস দেখা যেত, এখন আগরতলায় কোন লাল অফিস নেই,পুরো সাফ হয়ে গেছে। সরকারি কর্মচারীদের আগে চাঁদা দিতে হতো, এখন চাঁদা দিতে হয় না। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগের থেকে আর ও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড: হেমন্ত বিশ্বশর্মা। ত্রিপুরায় ফের একবার আগের থেকে আরো বেশি সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড: হেমন্ত বিশ্বশর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here