বেঙ্গল ওয়াচ ডেস্ক ::আসন্ন ১৬ই ফেব্রুয়ারী ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন।
ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হলো ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্র এবং আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র। ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের সাথে লড়াই করছেন শাসক দল বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত এবং আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সাথে লড়াই করছেন শাসক দল বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন বলেন, একটা নতুন ভোরের আশায় ত্রিপুরাবাসী তাকিয়ে আছে। ত্রিপুরাবাসীর এই আশাকে পূর্ণ করার লক্ষ্যে আজকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের পুরো বিশ্বাস ত্রিপুরার বর্তমান সামগ্রিক পরিস্থিতি দেখে ত্রিপুরার মানুষ সুদীপ রায় বর্মন সহ জাতীয় কংগ্রেস প্রার্থীদের ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা ভোটে বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করাবেন।