বেঙ্গল ওয়াচ ডেস্ক ::শান্তিপুর চক্রের মোট ছটি অঞ্চল মিলিয়ে আজ অনুষ্ঠিত হল আন্তঃ প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ অর্থাৎ ৩০ শে জানুয়ারি ২০২৩, শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিপুর স্পোর্টিং ইউনিয়নের মাঠে। সকাল ১০ টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। উল্লেখ্য বালক বালিকা মিলিয়ে মোট ৩৪টি ইভেন্টে প্রায় ৪০০ জন অংশগ্রহণ করবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এখান থেকে উত্তীর্ণ হলে সাব ডিভিশন এবং তারপর জেলায় অংশগ্রহণ । বিধায়ক , পৌর প্রতি উপ-উরপতি, অবর বিদ্যালয় পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন কাউন্সিলরবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত হয়েছিলে বিডিও সাহেবও।
নবলা ,বাবলা আর বান্দি টু ,আরবান্দি ওয়ান, টাউনশিপ শান্তিপুর চক্র, উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর সার্কেলের এস আই অরূপ রতন দাস, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং বিভিন্ন কাউন্সিলরগণ। এবং উপস্থিত ছিলেন শান্তিপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার গণ। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা কার্যত উৎসবে পরিণত হয়েছিলো শান্তিপুর স্পোটিং ক্লাবের মাঠে।