বেঙ্গল ওয়াচ ডেস্ক ::পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ, তারই জেরে বাড়ি ভাঙচুর ও বৌদিকে মারধরের অভিযোগ দেওরের বিরুদ্ধে।
অভিযোগ জানাতে শান্তিপুর থানার দারস্থ পরিবার। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক দেড়টা নাগাদ নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বইচা বিশ্বাস পাড়া এলাকার। অভিযোগ, মায়ের বেশকিছু জমি রয়েছে,সেই জমিকে ঘিরে দুই ভাইয়ের বিবাদ। সেই বিবাদ কে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে।গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন শম্পা চৌধুরী। রাত আনুমানিক দেড়টা নাগাদ বাড়িতে চড়াও হন পাড়ার বেশকিছু দুষ্কৃতী এবং আশীষ চৌধুরী নামে শম্পা চৌধুরীর দেওর। বাধা দিতে গেলে মারধোর করা হয়। সে সময় শম্পা চৌধুরী ভিডিও ফুটেজ ধরে রাখছিলেন। তখন তাকে রেপ করবার হুমকি দেয়।রীতিমতো আতঙ্কে শম্পা চৌধুরীর পরিবার। তাই বাধ্য হয়ে শান্তিপুর থানায় দারস্ত।