বেঙ্গল ওয়াচ ডেস্ক ::হাত বাধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকায়।
মৃত ওই ব্যক্তির নাম মহেশ দাস , বাড়ি উত্তর দিনাজপুরের কোচবিহার এলাকায়, বয়স আনুমানিক ২৬ বছর। আজ দুপুর বেলায় স্থানীয় বাসিন্দারা বাগান দিয়ে যাওয়ার সময় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপরে শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে,শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী জানা যায় আজ সকালে আটটা নাগাদ ওই যুবককে দেখতে পায় এলাকার মানুষ।ঠিক কি করে গাছের মধ্যে এইভাবে ঝুলিয়ে দেওয়া হলো তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে মৃত্যুকে ঘিরে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।