বেঙ্গল ওয়াচ ডেস্ক ::’পাঠান’ মুভির সুবাদে এখন শাহরুখ খান নেট দুনিয়ায় সবচেয়ে চর্চিত অভিনেতা।

 

 

এর মধ্যেই নাট্যমঞ্চে এসে উপস্থিত শাহরুখ কন্যা সুহানা। সুহানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নতুন বিষয় নয়। বারে বারে তিনি চর্চিত নেটপাড়ায়। কখনও খোলামেলা পোশাক ঘিরে বিতর্ক, কখনও আবার ক্রেডিটকার্ড নিয়ে চর্চা তুঙ্গে।

সুহানাকে দেখা মাত্রই শোরগোল নেটপাড়ায়। উঠল একের পর এক প্রশ্ন। মালাইকাকে কেন নকল করছেন তিনি? কখনও শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে পোজ় দিয়ে চর্চায়, তখনও আবার লং ড্রেসে ভাইরাল।

বেশ খোলামেলা পোশাকে অভ্যস্ত মুম্বাইয়ের অন্যতম নায়িকা মালাইকা।মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল। নিন্দুকেরা বলে, ভক্তসংখ্যা(বিশেষকরে পুরুষ ভক্ত) বাড়ানোর জন্য মালাইকা আরোরা নাকি পিছন সামান্য তুলে হাঁটেন। আর তা নিয়ে মিমে ভরে ওঠে নেটপাড়া। এবার সেই পথেই নাকি হাঁটছেন শাহরুখ কন্যা। সুহানা খান সাম্প্রতিক কালে একাধিক ছবিতে সেই পোজ়েই ধরা দিলেন। তাহলে কি সেই মন্ত্র সুহানাও মধ্যেও এসে গেছে? প্রশ্ন নেট দুনিয়ায়। তবে এই জাতীয়
ট্রোল সুহানার কাছে নতুন নয়।তার রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। এখন দেখার যে বাবার মতো আভিনয় দক্ষতা তার আছে কিনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here