বেঙ্গল ওয়াচ ডেস্ক ::দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে সিরিজে সমতা ফেরাল হার্দিক পাণ্ডিয়ার ভারত।

 

 

শেষ বল বাকি থাকতে ম্যাচ জিতল ভারত। এদিন টসে জিতে লখনৌ এর মাঠে প্রথমে ব্যাট করে কিউয়িরা। তবে শুরু থেকেই ভারতের স্পিন ব্রিগেড হামলা শুরু করে। প্রথম ধাক্কা দেন যুজবেন্দ্র চাহাল। তিনি ফেরান ফিন অ্যালেনকে। এরপরই ডেভন কনওয়েকে ফেরান ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদব বল হাতে অনবদ্য স্পিনের জাদু দেখালেও রান আউট করে ফেরান মার্ক চ্যাপম্যানকে। শুরুর তিন ব্যাটসম্যানের ফেরার পরে আর ধাক্কা সামলাতে পারেনি নিউজিল্যান্ড।

কিউয়িদের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গ্লেন ফিলিপস, ফর্মে থাকা ড্য়ারিল মিচেল কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি। শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ১৯ রান করে অপরাজিত থাকেন। যার সুবাদে ৮ উইকেটে ২০ ওভারে ৯৯ রানে ইনিংস শেষ হয় কিউয়িদের।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার এদিন বড় রান পাননি। শুভমন গিল ১১ রানে ফেরেন। ইশান কিষাণ ১৯ রান করলেও ছন্দে ছিলেন না। তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠি ১৩ ও পাঁচ নম্বরে রাখা ওয়াশিংটন সুন্দর ১০ রান করে ফেরেন। তবে অভিজ্ঞ সূর্যকুমার যাদব মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। শেষ অবধি এক বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। সূর্য ২৬ রানে ও হার্দিক ১৫ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের বোলাররা ভালো লেংথে বল করলেও মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন ও ইশ সোধি ছাড়া কেউ একটাও উইকেট পাননি। উইকেট ফেলতে পারলে ম্যাচে আরও চাপ বজায় রাখতে পারত কিউয়িরা। এদিন জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল ভারত। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অধিনায়ক হার্দিক ঘরের মাঠে সিরিজ জেতাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here