বেঙ্গল ওয়াচ ডেস্ক ::টিপ্রামোথার ডাকে আইপিএফটি সাড়া দিল না।

 

তারা ত্রিপুরা বিধানসবা নির্বাচনে বিজেপির সঙ্গে চলাই শ্রেয় মনে করল এবারও। তবে আইপিএফটি বিজেপির জোটে শামিল হলেও আদৌ চিন্তিত নয় টিপ্রামোথা। টিপ্রা প্রধান প্রদ্যোৎকিশোর দেববর্মা মনে করেন, ত্রিপুরার উপজাতি মহলের পূর্ণ সমর্থম পাবেন তাঁরাই।

টিপ্রা প্রধান বলেন, আইপিএফটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু আইপিএফটি নেতারা কোনও সাড়ে দেননি, এমনকী ফোন পর্যন্ত ধরছিলেন না কেউ। তা দেখেই প্রদ্যোৎকিশোর মনে করেছিলেন অপারেশন কমল চলছে। সেটাই সত্য হয়েছে। অদ্যাবধি পরেই বিজেপির সঙ্গে আসন সমঝোতার কথা ঘোষণা করেছে আইপিএফটি।

প্রদ্যোৎকিশোর চেয়েছিলেন উপজাতি ভোটকে একই বৃত্তে রাখতে। কিন্তু তা সম্ভব হল না আইপিএফটি বিজেপির সঙ্গে হাত মেলানোয়। তবে প্রদ্যোৎকিশোর তাতে অবাক হননি এবং হতাশও হননি। কারণ তিনি মনে করেন আইপিএফটির অনেক বাধ্য-বাধকতা রয়েছে। তাই তারা আসতে পারেন। আর তারা আসতে পারেনি বলে যে উপজাতি ভোট আসবে না, তা নয়।

প্রদ্যোৎকিশোর দেববর্মা মনে করেন, ত্রিপুরার উপজাতি ভোট তাদের দিকেই থাকবে। মানুষ তাদের সঙ্গে রয়েছেন। এর আগে উপজাতি পরিষদের ভোটে তার প্রমাণ মিলেছে। বিধানসভা ভোটেও তার প্রমাণ হয়ে যাবে। আইপিএফটি বিজেপির সঙ্গে হাত মেলানোর পরই হাজার হাজার আইপিএফটি সমর্থক টিপ্রামোথায় যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, বিজেপি শনিবার প্রার্থী তালিকা প্রকাশ করার পরই আইপিএফটির সঙ্গে জোট চূড়ান্ত হয়। আইপিএফটির জন্য আসন ফাঁকা রেখে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে। বিজেপি টাকরজালা, রামচন্দ্রঘাট, আসামবাড়ি, কাঞ্চনপুর ও জোলাইবাড়ি- এই তফশিলি উপজাতি সংরক্ষিত পাঁচটি আসন বরাদ্দ রেখেছিল আইপিএফটির জন্য।

বিজেপিই প্রার্থী ঘোষণা করে জোটের দরজা খুলে রেখেছিল আইপিএফটির জন্য। আইপিএফটিও পুরনো সম্পর্ক জোড়া লাগাতে আর দ্বিধা করেনি। উল্লেখ্য, ২০১৮ সালে আইপিএফটি ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। তার মধ্যে জিতেছিল ৮টি আসনে। ইতিমধ্যে তিনজন বিধায়ক আইপিএফটি ছেড়ে টিপ্রামোথায় যোগ দিয়েছেন। এবার তারা পাঁচটি আসনে প্রার্থী দেবে।

বেশ কিছুদিন ধরেই টিপ্রামোথা ও আইপিএফটি মিশে যাওয়ার বাপারে আলোচনা চালাচ্ছিল। কিন্তু সেই আলোচনা শেষপর্যন্ত ফলপ্রসূ হয়নি। টিপ্রামোথা তিনদিন সময় দিয়েছিল আইপিএফটিকে। যদি আইপিএফটিকে টিপ্রামোথায় মিশিয়ে দিতে হয়, তবে তা করতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। কিন্তু আইপিএফটি তা করেনি।
উল্টে আইপিএফটি বিজেপির সঙ্গে জোটের রাস্তায় হেঁটেছে। বিজেপি আবার টিপ্রামোথার সঙ্গেও জোট করতে চেয়েছিল। কিন্তু টিপ্রামোথার দাবি না মেটায় সেই জোট আলোচনা ভেস্তে যায়। টিপ্রামোথা রাজি না হওয়ায় শেষপর্যন্ত পুরনো জোটসঙ্গী আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির সঙ্গে জোট করে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here