বেঙ্গল ওয়াচ ডেস্ক ::মেঘালয়ে নিজেদের শক্তি বিকাশের জন্য তৃণমূল উঠে-পড়ে লেগেছে।

 

 

মমতার সভায় ভিড় হচ্ছে বেশ। ফলে মমতা ও অভিষেক বেশ উৎসাহী। এই পরিস্থিতিতে মেঘালয়ে বিজেপির ভোট প্রচারে আসছেন মোদিজি।

মেঘালয়ের বর্তমান সরকারে এনপিপি-বিজেপি জোট থাকলেও তারা ভোটে আলাদা লড়ছে। তাদের মতানৈক্য অনেক দিন ধরেই চরমে উঠেছে। কিন্তু আসন্ন নির্বাচনে কোনও দলের পক্ষেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। গত বারের ভোটে ২৫ আসনে জয়ের আশা করে বিজেপি মাত্র ২টি আসন পেয়েছিল। এ বছর তারা ৩৫টি আসনে জিতবে বলে দাবি করছে।

মেঘালয়ের ভোটের রসায়ন এখনো স্পষ্ট নয়। সেখানে বিজেপি ও এনপিপি এর সম্পর্ক ভালো না। মমতা সেই সুযোগ নিতে চাইছেন। তৃণমূলের আশা, তারা অন্তত ২০টি আসন পাচ্ছেই। আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়ার ভাবনাও রয়েছে দলের। সে ক্ষেত্রে, তৃণমূলকে আটকাতে কি ফের এনপিপি-বিজেপি জোট গড়বে? বিজেপির জাতীয় সহ-সভাপতি এম চুবা আও জানান, রাজনীতিতে ঝগড়া বা বন্ধুত্ব কিছুই স্থায়ী নয়। সবই সময় ও পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তনশীল। ভোটের ফল বেরোনোর পরে যা উচিত মনে হবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

সব দলের আগে, তৃণমূল তাদের নির্বাচনী ইস্তাহার ও দশ দফা প্রতিশ্রুতি প্রকাশ করেছে। প্রার্থী ঘোষণা করেছে ৫৫টি আসনে। এ দিকে, বিজেপি এখনও প্রার্থী তালিকাই প্রকাশ করতে পারেনি। শাসক দল এনপিপি ৫৮ আসনে প্রার্থী দিলেও ইস্তাহার প্রকাশ করেনি। তাদের সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সভায় ১০ হাজারের বেশি ভিড় হয়নি। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি ঘোষণা করল, তারা বাজেটের পরের দিন ২ ফেব্রুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। তাদের হয়ে রাজ্যে অন্তত তিনটি জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মমতা-মোদির দ্বৈরথ জমে উঠবে মেঘালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here