বেঙ্গল ওয়াচ ডেস্ক ::টিপ্রামোথার সঙ্গে জোট আলোচনা ভেস্তে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে সঙ্গী বেছে নিল বিজেপি।
পুরনো সঙ্গীর সঙ্গে আসন সমঝোতা করে এবারও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াতে সম্মত হল তারা। ত্রিপুরার বিজেপি সরকারের শরিক আইপিএফটিও মাথা থেকে ঝেড়ে ফেলল টিপ্রামোথার সঙ্গে মিশে যাওয়ার পরিকল্পনা।
২০১৮-র নির্বাচনে আইপিএফটিকে সঙ্গে নিয়েই ত্রিপুরা দখল করেছিল বিজেপি। কিন্তু দ্রুত জন সমর্থন খোয়াতে শুরু করে তাদের সঙ্গী। কংগ্রেস ছেড়ে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা টিপ্রামোথা গঠন করার পর থেকেই জমি খুইয়ে ফেলে তারা। তাই এবার ভোটের আগে আইপিএফটিকে টিপ্রামোথায় যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন প্রদ্যোৎকিশোর।
টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোরের সঙ্গে বৈঠকের পর আইপিএফটি ভাবার অবকাশ নিয়েছিল। শেষপর্যন্ত সম্মত হয়নি তারা। এদিকে বিজেপিও চেষ্টা করেছিলেন আইপিএফটিকে ছেড়ে টিপ্রামোথার সঙ্গে জোট গড়তে। তাও ভেস্তে যায়। শেষমেশ বিজেপি পুরনো সঙ্গী আইপিএফটির সঙ্গে আসন সমঝোতা করেই এবার লড়তে চলেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে।
শনিবার বিজেপি প্রার্থী ঘোষণা করে ৪৮ আসনে। তার অদ্যাবধি পরেই চূড়ান্ত হয়ে যায় তারা আইপিএফটির সঙ্গে জোট করেই লড়াই করবে। সেইমতো স্থির হয় আইপিএফটিকে পাঁচটি আসন ছাড়বে তারা। অর্থাৎ ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় এবরা ৫৫টি আসনে লড়াই করবে বিজেপি।
টিপ্রামোথা রাজি না হওয়ায় শেষপর্যন্ত পুরনো জোটসঙ্গী আদিবা,সী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা-কে ধরে রাখতে সমর্থন হয়েছে। আইপিএফটি ঘোষণা করেছে, তারা এবার পাঁচটি আসনে লড়বে। রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতেই তাঁরা এই জোট ও আসন সমঝোতার কথা ঘোষণা করে। ফলে উপজাতি ভোট এবার টিপ্রামোথা ও আইপিএফটিতে ভাগ হতে চলেছে।
বেশ কিছুদিন ধরেই টিপ্রামোথা ও আইপিএফটি মিশে যাওয়ার বাপারে আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনা শেষপর্যন্ত ফলপ্রসূ হয়নি। টিপ্রামোথা তিনদিন সময় দিয়েছিল আইপিএফটিকে। যদি টিপ্রামোথায় মিশিয়ে দিতে হয় আইপিএফটিকে, তা করতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। কিন্তু আইপিএফটি তা করেনি। উল্টে বিজেপি ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করার পর তাদের সঙ্গেই জোটের রাস্তায় হেঁটেছে।
বিজেপিই প্রার্থী ঘোষণা করে জোটের বার্তা দিয়েছিল। আইপিএফটির জন্য পাঁচটি আসন তারা ছেড়ে রেখেছিল। তারপর আইপিএফটি পুরনো সম্পর্ক জোড়া লাগাতে আর দ্বিধা করেনি। উল্লেখ্য, ২০১৮ সালে আইপিএফটি ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে জিতেছিল ৮টি আসনে। ইতিমধ্যে তিনজন বিধায়ক আইপিএফটি ছেড়ে টিপ্রামোথায় যোগ দিয়েছেন।
টিপ্রামোথা প্রধান প্রদ্যোৎকিশোর দেববর্মা জানান, আইপিএফটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু শেষমুহূর্তে কোনও আইপিএফটি নেতা ফোন পর্যন্ত ধরছিলেন না। তা দেখে প্রদ্যোৎকিশোর জানান, বোধহয় অপারেশন কমল চলছে। আর তার অদ্যাবধি পরেই বিজেপির সঙ্গে আসন সমঝোতার কথা ঘোষণা করে আইপিএফটি।