বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ভারত-চিনের সম্পর্ক নিয়ে অকারণে মিথ্যে খবর প্রচার করা হচ্ছে।

 

 

আর সেটা করা হচ্ছে একেবারেই রাজনৈতিক কারণে। সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে এমনই অভিযোগ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি কংগ্রেস সার্জিকাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করার দাবিতে সরব হয়েছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যে মোদী সরকার দায়ী বলে ইভিযোগ করেেছ।

কাশ্মীরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় প্রশাসনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নিরাপত্তা কমিয়ে দেওয়ার অভিযোগ করেছে কংগ্রেস। গত শুক্রবার কাশ্মীরের বানিহাল টানেলের কাছে থমকে যায়। কারণ হঠাৎ করে সেখানে বিপুল জনসমাগম হয়ে গিয়েছিল রাহুল গান্ধীকে দেখার জন্য। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। সেকরণে মাঝ পথেই আটকে দেওয়া হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। পাঞ্জাবের পর কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা কমিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here