শ্রীজিৎ চট্টরাজ : গত বুধবার আসানসোলের কুলটি থানার কলেজ মোড় সংলগ্ন একটি আবাসনে দলবল নিয়ে হামলা চালায় প্রোমোটার ভরত শাহ।
আবাসন ও স্থানীয় মানুষ ও স্থানীয় পৌরপিতা চৈতন্য মাজির অভিযোগ, দুষ্কৃতীকারী ভরত শাহ ও তার বাহিনী গ্যাসকাটার দিয়ে আবাসনের গ্রিল ও দরজা কেটে ভাঙচুর করে। এমনকি আবাসনের মহিলা বাসিন্দাদের শ্লীলতহানি ও মারধরও করে। অস্ত্র দিয়ে মেরে ফেলার ভয় দেখায়।
ঘটনার প্রতিবাদে আবাসনের বাসিন্দারা বরাকর আসানসোল জি টি রোড অবরোধ করেন। সঙ্গে ছিলেন স্থানীয় পৌরপিতাও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়।আবাসনের ক্ষতিগ্রস্থ গ্রীল ও দরজা পুলিশ উদ্ধার করে । আবাসনের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানানো হয়।