বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সিউড়ি একনং ব্লকের অন্তর্গত মিনিস্টিল বাসস্ট্যান্ড থেকে মল্লিকপুর যাওয়ার রাস্তায় আমবাগানে চলছিল আম গাছ কাটা ।
ঘটনার কথা জানতে পেরে আঠাশে জানুয়ারি আশেপাশের দশ বারোটি গ্রামের বাসিন্দারা আপত্তি জানায় । স্থানীয় বাসিন্দা যাদব মাহালি,বাবু আনসারি বলেন, “আমাদিকে অন্ধকারে রেখে আম গাছ কাটা হচ্ছিল । গাছ কাটার অনুমতিপত্রের কোনো কাগজ দেখাচ্ছে না মালিক । প্রশাসনকে জানানো হয়েছে ।” ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।