বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ত্রিপুরার ভোট এগিয়ে আসছে, ঠিক এই সময় সিপিএম ও তৃণমূল থেকে দু’জন হেভিওয়েট নেতা বিজেপিতে।
ত্রিপুরায় কৈলাশহর থেকে সিপিআইএম-এর টিকিটে নির্বাচিত মাবোসার আলি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতি বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন ত্রিপুরা তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। তিনি অবশ্য ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর ২০২১-এর জুলাইয়ে তিনি তৃণমূলে যোগ দেন। নাগরিক মহল বলছেন,সাধারণত তৃণমূল ও বিজেপির দল বদল অনেকটা মানুষের জামা বদলের মতো। কিন্তু বামপন্থীদের মধ্যে এই প্রবণতা খুবই কম। এবার ত্রিপুরায় তাও হলো।
স্বাভাবিক কারণেই বিজেপি উল্লসিত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাশহরের সিপিআইএম বিধায়ক মাবোসার আলি এবং প্রাক্ত বিধায়ক সুবল ভৌমিককে দলে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সিপিএম সূত্রে জানা যাচ্ছে, গত কিছুদিন ধরেই মাবোসার আলির মতি-গতি ভালো ছিল না। তাই এ বছর তাকে নমিনেশন দেওয়া হয় নি। ত্রিপরায় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ইতিমধ্যেই তাদের প্রর্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে এক নির্দল-সহ ৪৭ জনের নাম রয়েছে। সেই তালিকায় ছিল না মাবোসার নাম। বামেরা ত্রিপুরায় ১৩ টি আসন ছেড়েছে কংগ্রেসকে। এছাড়াও বর্তমানের আট বিধায়ককে তারা বাদ দিয়েছে। সেই তালিকায় রয়েছে কৈলাশহর। সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরা ওই খানে কংগ্রেস প্রার্থী দেবে।
সূত্রের খবর,ওই কেন্দ্রটি সিপিএম কংগ্রেসকে ছেড়ে দেওয়ার অনেক বামপন্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই কেন্দ্রে মাবোসার আলির যথেষ্ট প্রভাব রয়েছে। সিপিআইএম-এর প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে মাবোসার আলির সঙ্গে অনেকেই আর যোগাযোগ করতে পারেননি। পরে বুধবার তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও কংগ্রেসের সঙ্গে বামেদের জোট অনেক বামপন্থী মেনে নিতে পারে নি। সূত্রের খবর, এমন দলবদল কয়েকদিনের মধ্যে আরো হওয়ার সম্ভাবনা।