বেঙ্গল ওয়াচ ডেস্ক ::অভিষেকের সঙ্গে সাক্ষাতের রটনা নিয়ে কম বিতর্ক হয়নি।

 

 

সেই বিতর্ক শিকেয় তুলে বিজেপি বিধায়ক দেখা করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। নিজাম প্যালেসে গিয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। আপাতত জল্পনায় জল ঢাললেন নিজেই।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দুই বিজেপি বিধায়য়েক সাক্ষাৎ করেত আসা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। একটি ছবি ভাইরাল হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বিতর্কে ঘি ঢালেন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয় জল্পনা।

তাঁর দলবদল নিয়ে জল্পনার মাঝেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজাম প্যালেসে গিয়ে দেখা করেন হিরণ। সম্প্রতি জল্পনা চলছিল আগামী ৪ ফেব্রুয়ারি কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেখানে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা চলছিল।

সেই জল্পনার অবসান ঘটিয়ে হিরণ এদিন দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এদিন প্রায় আধঘণ্টা বিজেপি বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজাম প্যালেসে। একান্তে আলোচনার পর তাঁরা ছবিও তোলেন। কয়েকদিন আগে এক ছবি নিয়েই বিতর্ক হয়। সেই জল্পনা বাড়ে হিরণের টুইটার অ্যাকাউন্ট দেখে। সেখানে তিনি বিজেপি শব্দ মুছে খড়গপুর সদরের বিধায় ও কাউন্সিলর কথাটি লেখেন। কোন দলের সঙ্গে তিনি যুক্ত তা ছিল না টুইটারে।

শুভেন্দু এদিন হিরণের পিঠ চাপড়ে বলেছেন, হিরণ দুদিন বাইরে গিয়েছিল কত জল্পনা। ফিরেই সে আমার সঙ্গে দেখা করেছে। আবার সোমবার দেখা হবে। তবে হিরণ এই সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এর আগে হিরণ খড়গপুরে গিয়ে বলেছেন, যার যতটা ভালো তার কাছ থেকে ততটা ভালো নেব। গত কয়েকদিন ধরে অজস্র ফোন পেয়েছি। বাইরে ছিলাম বলে কারও ফোন ধরিনি। তিনি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন সময়ই সব কিছুর উত্তর দেবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিজেপির দুই বিধায়কের সঙ্গে বৈঠকের খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি। তারপর কে সেই বিধায়ক, তা নিয়ে চর্চার মাঝ্যেই সামনে আসে তৃণমূল নেতা অজিত মাইতি ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সেই বিতর্কিত ছবি। বিতর্কিত ভাইরাল ওই ছবি ঘিরে শুরু হয় চাপানউতোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here