বেঙ্গল ওয়াচ ডেস্ক ::শুক্রবার থেকেই সরকারি কর্মচারীদের একটা বড়ো অংশ,বিশেষকরে শিক্ষক, শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা বকেয়া DA র দাবিতে শহীদমিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ করা শুরু করেছেন।

 

 

বিক্ষোভকারীদের প্রধান দু’টো দাবি – বকেয়া ৩৫ শতাংশ ডিএ দিতে হবে ও স্কুলগুলোতে স্বচ্ছ নিয়োগ করতে হবে। আন্দোলনের সমর্থনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘ন্যায্য অধিকারের দাবিতে বিভিন্ন স্তরের কর্মীরা রাস্তায় নেমেছেন। ডিএ নিয়ে তৃণমূল আগে যা বলেছিল, সরকারে গিয়ে তারা সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে। ত্রিপুরায় বিজেপি সরকারের মতোই এখানে তৃণমূলের সরকার কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে। লুটের বখরা নিয়ে চলে যাব আর হকের পাওনা দেব না, তা তো চলতে পারে না!’’

শুক্রবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছিল তারা। মিছিল শেষে শহিদ মিনার চত্বরে বিক্ষোভ-অবস্থানে বসেন সরকারি কর্মচারীরা। রাত পর্যন্ত চলে অবস্থান। সরকারী কর্মীদের যৌথ সংগঠনের অভিযোগ, ডিএ-র ন্যায্য পাওনা থেকে কর্মচারীদের বঞ্চিত করছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, এই ভাবে আর কত দিন চলবে? এর শেষ দেখে ছাড়বে তারা। তারা একদিকে আইনি লড়াই ও অন্যদিকে পথে নেমে লড়াইয়ের ডাক দিয়েছেন। শনিবার সকাল হতেই দেখা যায় কয়েক হাজার প্রতিবাদী এসে উপস্থিত হয় ওই প্রতিবাদ মঞ্চে। তাদের বক্তব্য স্পষ্ট। যতদিন না রাজ্য সরকার তাদের দাবি মানবে ততদিন তাদের বিক্ষোভ আন্দোলন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here