বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সিরিয়ালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো TRP.।
এই TRP-র উপরেই নির্ভর করে সিরিয়ালের বাণিজ্য। এমন কি প্রডাকশন হাউসের অস্তিত্ব নির্ভর করে ওই TRP র উপর। সাম্প্রতিক এই TRP র তথ্য সামনে এসেছে। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই ‘অনুরাগের ছোঁয়া’ ছিল সবচেয়ে প্রথম সারিতে। সেটা ছিল অন্যতম রেকর্ড নম্বর। পেয়েছিল ৯.৫ স্কোর। আর একটু এগোলেই হয়তো ১০-এ ১০ পেত ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহেও নিজের এক নম্বর জায়গা দখল করে রেখেছে এই ধারাবাহিক। তবে পয়েন্ট অনেকটাই কমেছে। ৯.৫ থেকে তা কমে হয়েছে ৯.১। ধারাবাহিককে এক জায়গায় নিজেকে বসিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করেছে ধারাবাহিকের দুটি ক্ষুদে চরিত্র সোনা এবং রূপা। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। তবে স্কোর কমেছে অনেকটাই ৮.৮ থেকে নেমে হয়েছে ৮.৪। এভাবেই ওঠাপড়া চলছে সিরিয়ালের দর্শকর সংখ্যার।
এছাড়ও ‘খেলনা বাড়ি’ ও ‘নিম ফুলের মধু’র ক্রেজ প্রথম দিকেই আছে। এখন আবার টিআরপিতে ধীরে-ধীরে উপরের দিকে উঠে আসছে ‘নিম ফুলের মধু’৷ এক সদ্য বিবাহিত গৃহবধূর শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়া থেকে শুরু করে শাশুড়ির মন জুগিয়ে চলা, সঙ্গে থাকছে টুকরো-টাকরা গোয়েন্দাগিরিও। এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’ নিজের জায়গা ধরে রেখেছে গত সপ্তাহের করে তুলনায়। গত সপ্তাহে এই সিরিয়াল পেয়েছিল ৭.৬। এই সপ্তাহেও তাই পেয়েছে এবং উঠে এসেছে চতুর্থ স্থানে।
এভাবেই দর্শকের উপর নির্ভর করে সমস্ত হাউসের ভাগ্য। ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল দুটো ধীরে ধীরে TRP তালিকায় এগিয়ে আসছে। ‘বাংলা মিডিয়াম’-এর স্কোর কমেছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছিল ৭.৬। এই সপ্তাহে পেয়েছে ৭.২। অন্যদিকে গত সপ্তাহে ‘পঞ্চমী’ পেয়েছিল ৭.২। এই সপ্তাহেও সেই স্কোরেই রয়েছে এই ধারাবাহিক। এভাবেই ঘুরে ফিরে কয়েকটা সিরিয়াল উঠে আসছে। যখন এই কয়েকটা সিরিয়ালকে দর্শক পছন্দ করছে তখন নিশ্চই এগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে।