অভীক মিত্র রিপোর্ট,রামপুরহাট::গোপনসূত্রে খবর পেয়ে ছাব্বিশে জানুয়ারি রাতে রামপুরহাট – দুমকা রাস্তার ঝনঝনিয়া মোড় এলাকা থেকে আনুমানিক তিরিশ মেট্রিকটন অবৈধ কয়লা বোঝায় একটি ট্রাক আটক করে রামপুরহাট থানার পুলিশ ।

 

ট্রাকের নং CG04ME/9549 । ট্রাক চালক বিহারের কমলেশ কুমার(৩১)কে আটক করেছে পুলিশ । যার ভিত্তিতে রামপুরহাট থানায় নির্দিষ্ট ধারায় মামলা করা হয় ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here