অভীক মিত্র রিপোর্ট,সদাইপুর::কয়লা পাচার রুখলো সদাইপুর থানার পুলিশ ।

 

সালুঞ্চি থেকে সিউড়ি যাওয়ার পথে গোপনসূত্রে খবর পেয়ে সাতাশে জানুয়ারি শুক্রবার ভোরে রেঙ্গুনী গ্রামের রাস্তায় ছয়টি অবৈধ কয়লাবোঝাই মোষের গাড়ী উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ । বারো টন অবৈধ কয়লা উদ্ধার করা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে । পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারীরা ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here