বেঙ্গল ওয়াচ ডেস্ক ::’হাতে খড়ি’ অনুষ্ঠানের পরেই অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার রাজ্যপাল! তার সঙ্গে কথা হবে উপরাষ্ট্রপতিরও।
রাজভবনে বিতর্কিত হাতে খড়ির অনুষ্ঠানের পরেই আজ শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই দিল্লিতে জরুরি তলব করা হয় তাঁকে। হঠাত কেন আনন্দ বোসকে দিল্লিতে তলব তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে একাধিক ব্যক্তির বৈঠক রয়েছে যতদূর জানি। তবে স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি। শোনা যাচ্ছে, দুপুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বসতে পারেন বাংলার রাজ্যপাল।