বেঙ্গল ওয়াচ ডেস্ক ::সরস্বতী পুজোর দিন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এক সাধুর ছবি। ছবিটি পোস্ট হয়েছে অভিনেতা দেবের সোশ্যাল একাউন্ট থেকে। সকলেই বিস্মিত! কে ইনি?

 

ছবিতে একজন সাধুর মুখ। তীক্ষ্ণ তাঁর চোখ। সারা মুখে ভস্ম মাখা। কপালে সিঁদুরের লম্বা তিলক। লম্বা চুল। একমুখ দাড়িগোঁফ। কে এই ব্যক্তি? ইনি কি দেব? না কি অন্য কেউ? যদিও দেব ইতিমধ্যে বলেছেন, তিনি আর শুধু বিনোদনমূলক ছবিতে অভিনয় করতে বেশি উৎসাহ পাচ্ছেন না।’প্রজাপতি’র সাফল্যের পরে এই ধারনা অনেকের বধ্যমূল হয় যে দেব ছবির জায়গা পরিবর্তন করছেন।

এই অবস্থাতেই বৃহস্পতিবার ওই ছবি। ছবির নীচে ক্যাপশনে লেখা ” অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’ এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’’ এবার বোঝা গেল, এটা দেবের নতুন ছবি ‘বাঘাযতীন’ এর লুক। কৌতূহল মেটালেন ছবির পরিচালক অরুণ রায়। বললেন, ‘‘এখন কিছুই বলা নিষেধ। এটুকু বলতে পারি এটা একটা বিশেষ ছদ্মবেশ। যাঁরা ইতিহাস জানেন, তাঁরা ঠিক বুঝতে পারবেন বাঘাযতীনের জীবনে ঠিক কখন এই ছদ্মবেশ ব্যবহৃত হয়েছিল।’’ দেবের এই বিশেষ লুকের জন্য মেকআপ তৈরি করেছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। ছবিতে দেব ছাড়াও রয়েছেন রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর এবং নবাগতা সৃজলা দত্ত। এখন আরও বেশ কয়েকমাস অপেক্ষার। তারপর চোখের সামনে আসবে ‘বাঘাযতীন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here