বেঙ্গল ওয়াচ ডেস্ক ::মমতার এপাং-ওপাং-ঝপাং কবিতা নিয়ে কটাক্ষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস।
সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী লেখা কবিতা উল্লেখ করেন। তিনি বলেন এইসব অখাদ্য জিনিস গ্রন্থাগারে রাখবেন না। এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।
তৃণমূল,বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে নিশানা করেছে।